দেশবন্ধু এগ্রো ফিডস বাংলাদেশ লিমিটেড ডিলার পলিসি-দেশবন্ধু এগ্রো ফিড বাংলাদেশ লিমিটেড।
কমিশন- টিপি থেকে প্রতি টন এ কমিশন ৪০০০/-সাধারন ডিলার
সুপার ডিলার কমিশন প্রতি টন এ-৫০০০/-
পন্য পৌঁছে দেওয়ার দ্বায়িত্ব কোম্পানির –
শর্ত কমপক্ষে ৫ টন( প্রথম চালান) মাল অর্ডার নিশ্চিত করতে হবে।
পরবর্তী থেকে ৮/১০ নিয়মিত গাড়ী নিতে হবে।
ডিলারশিপ নেওয়ার আগে এগ্রিমেন্ট চুরান্ত করতে হবে,এগ্রিমেন্ট চূড়ান্ত করার আগে অফিস ভিজিট করে অথবা আমাদের প্রতিনিধির উপস্থিতিতে সবকিছু ভাল লাগলে – এগ্রিমেন্ট চুরান্ত করার জন্য ৫০০০০/- কোম্পানির একাউন্ট জমা দিয়ে ডিলার কোড ওপেন করতে হবে এবং এগ্রিমেন্ট পেপার গ্রহন করতে হবে,কোম্পানি উক্ত টাকার ডকুমেন্টস আপনাকে প্রদান করিবে এবং ব্যবসা শুরু হলে পন্য নেওয়ার সময় এগ্রিমেন্ট এর জমা টাকার পন্য এডজাস্টমেন্ট দেওয়া হবে।।

পন্যের গুনগতমান নিশ্চিত করা হয়।
এবং লিখিত গ্যারান্টি হবে,পন্য খারাপ হলে কোম্পানি উক্ত পন্য পরিবর্তন করে দিতে বাধ্য থাকিবে।।

ডেলিভ্যারি সিস্টেম –
অনলাইন এর মাধ্যমে পন্য ৪৮ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন।
ফ্যাক্টরী ভিজিট ও অফিস ভিজিট করে টাকা নিশ্চিত করে অর্ডার কনফার্ম করে মাএ ৩ ঘন্টার মধ্যে পন্য বুজে নিয়ে টাকা দিয়ে পন্য গ্রহন করতে পারবেন।
পার্টির নিজস্ব গাড়ী পাঠিয়ে মাল গাড়ীতে লোড নিশ্চিত করে টাকা দিয়ে মাল গ্রহন করতে পারবেন।।

বাৎসরিক ইনসেন্টিভ ও মাসিক ইনসেন্টিভ কোম্পানির পলিসি অনুসরণ করলে নিতে পারবেন।।

ডিপো নিতে যা যা লাগবে-
কমপক্ষে মাসে ১০ টন পন্য সেলস থাকতে হবে।
কমপক্ষে ১০ টনের গাড়ী নেওয়ার সামর্থ্য থাকতে হবে।।
প্রয়োজনীয় পেপারস ( ট্রেড লাইসেন্স, ভোটার আইডি কার্ড,ছবি,একজন নমিনির একই তথ্য ইত্যাদি)

সম্ভব হলে ব্যাংক স্টেটমেন্ট।।

নোট- জেলা ও বিভাগীয় পর্যায়ে ডিপো নিশ্চিত করা হয়।।

সবকিছু ঠিক থাকলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে যোগাযোগ করা হবে।।

(কোম্পানিতে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে)

(আমাদের সকল ধরনের ফিড আছ))

প্রাইজলিষ্ট আমাদের Webside এ দেখেন-

Deshbondhuagrofeed.com

ধন্যবাদ আপনাকে

বিশেষ যোগাযোগ -০১৯৪৭৮২২৩৯৯

অফিস ও ফ্যাক্টরী
গাজীপুর।।

ধন্যবাদান্তে
মো: মাসুদ রানা
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
দেশবন্ধু এগ্রো ফিড বাংলাদেশ লিমিটেড